টানা তিন দিনের প্রবল ভারী বৃষ্টি পাতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চাল ও বিভিন্ন এলাকা জলাবদ্ধতাই তলিয়েগেছে। শহরের কোথাও কোথাও কোমর পরিমান পানিতে ডুবে গেছে। গত বৃহস্পতি বার রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে চট্টগ্রাম নগরীর জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীর দুই নম্বর গেট, মুরাদপুর, আগ্রাবাদ, বারেক বিল্ডিং, গোসাইলডাঙ্গা, সিডিএ, হালিশহর, বন্দর, পতেঙ্গা, ব্যবসায়িক এলাকা খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার, নগরীর অলি গলিতে পানিতে থৈ থৈ করছে। পানি ঢুকে ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ লক্ষ টাকার পণ্য ক্ষতি হয়েছে। বিরামহীন বৃষ্টিতে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। নগরীর বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর বাসভবণ পানিতে ডুবে গেছে। প্রবল বর্ষণের কারণে চরম দুর্ভোগে পড়েছে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী অফিস গামী কর্মকর্তা ও কর্মচারী, গার্মেন্টস শ্রমিকসহ, সাধারণ মানুষ। স্থবির হয়ে পড়েছে নগরীর ব্যবসা বাণিজ্য। অন্যদিকে প্রবল বৃষ্টির কারণে গৃহবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরত ২৫০ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন জেলা প্রশাসক। আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানান রোববার ৬ আগস্ট ভোর ছয়টা থেকে ৯ টা পর্যন্ত ৯৪ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে। আবহাওয়া অধিদপ্তর গত ২৪ ঘন্টায় শনিবার সকাল ৯ টা থেকে রোববার ৯ টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল ২১৮ মিলিমিটার। জলাবদ্বতার কারণে পরিবহন সংকটে পরেছে সাধারণ মানুষ। অনেক এলাকায় নৌকা দিয়ে জাতায়েত করতে দেখা গেছে। ঘন পরিবহন বাস না থাকায় সাধারণ যাত্রিদের চরম দুর্ভোগ ফোহতে দেখা গেছে। গুনতে হয়েছে নির্দিষ্ট ভাড়ার চেয়ে তিন গুন ভাড়া।