বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের অন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম আগামী ৫ জুলাই শুরু হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাহিদ মালেক, এমপি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয়ের উপস্থিতিতে এই মহতী কার্যক্রম ওই দিন সকাল সাড়ে ১০টায় শুরু হবে। প্রথম দিনে অবস এন্ড গাইনী বিভাগ, জেনারেল সার্জারি বিভাগ (ব্রেস্ট ও ল্যাপারোস্কপিক) এবং অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থোস্কপিক ইউনিট এর সার্জনবৃন্দ এই অপারেশন কার্যক্রমে অংশ নিবেন। আজ সোমবার ৩ জুলাই ২০২৩ইং তারিখ সকালে শহীদ ডা. মিল্টন হলে সম্মানিত ডীনবৃন্দ ও বিভাগীয় চেয়ারম্যানদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এ তথ্য জানান। সভায় মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ২০২২ তারিখে সুপার স্পেশালাইজড হাসপাতালে ১৪টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকবৃন্দ রোগী দেখা শুরু করেছেন। প্রশিক্ষিত দক্ষ জনবলের কাছ থেকে সেবা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন সেবা গ্রহীতারা। এখানে ল্যাবরেটরি প্যাথলজি টেস্ট করা হচ্ছে। এমআরআই, সিটি স্ক্যান করা হচ্ছে। গত ১৮ জুন ২০২৩ খ্রী. পর্যন্ত মোট রোগী ১৭ হাজারের ৭ শত জন রোগী সেবা নিয়েছেন। এমআরআই ৫৫৬টি, সিটি স্ক্যান ৩১৩টি, বিএমডি ১১টি, বায়োকেমিস্ট্র টেস্ট ২০ হাজার ৩শত ৭৫টি, মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি ৩ হাজার ৪ শত ৭৬টি, ভাইরোলজি ২ হাজার ২ শত ৫০টি, হেমাটোলজি ২ হাজার ৯টি, ল্যাবরেটরি মেডিসিন ৪ হাজার ৯ শত ৮৩টি অর্থাৎ মোট ৩৩ হাজার ৯৩টি টেস্ট করা হয়েছে। এছাড়া ইসিজি ৮১টি, ইটিটি ৯টি সম্পন্ন করা হয়েছে। এই হাসপাতালের অবকাঠামো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতোমধ্যে উদ্বোধন করেছেন। গুরুত্বপূর্ণ ওই সভায় বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগের টিকেট রোগীরা যাতে অনলাইনে অ্যাপয়নমেন্ট নিতে পারেন তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের আইটি শাখা ও সংশ্লিষ্ট বিভাগ সমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। রোগীদের সুবিধার্থে বিশেষ করে রোগীদের ভোগান্তি দূর করা ও অতিরিক্ত ভিড় এড়ানোর লক্ষ্যে প্রতিদিনের প্রায় ৫০ শতাংশ টিকেট অনলাইন অ্যাপয়নমেন্টে দেয়ার পরিকল্পনা রয়েছে। সভায় বৈকালিক স্পেশালাইজড আউটডোরে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান শতভাগ নিশ্চিত করা, প্রতিটি বিভাগের বাৎসরিক ‘ইয়ারবুক’ তৈরি করা, হাসপাতালের নিজস্ব ফার্মেসী থেকে ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী ক্রয়ের উপর গুরুত্বারোপ করা হয়। সভায় গত জুন মাসের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরা হয়। এরমধ্যে রয়েছে- ডেঙ্গুর পরিবর্তনশীল প্যাটার্ন, উপসর্গ নিয়ে (চ্যাঞ্জিং প্যাটার্ন অফ ডেঙ্গু সিনড্রোম’) নিয়ে বিশেষ সেমিনার, শিশু সার্জারি বিভাগের ইয়ারবুক-২০২২ এর মোড়ক উন্মোচন, ওয়ার্ল্ড ট্রান্সপ্ল্যান্ট ডে উদযাপন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় নতুনভাবে চালু হওয়া হাসপাতাল ফার্মেসীর উদ্বোধন, বিশ্ব ব্রেন টিউমার দিবস-২০২৩ দিবস পালন, বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা ও মাস্টার্স অব সাইন্স ইন নার্সিং (এমএসএন) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, পালমোনারি উচ্চ রক্তচাপ বিষয়ক বৈজ্ঞানিক সম্মেলন, ‘এন্টিমাইক্রোবায়াল স্টুওয়ার্ডশিপ’ শীর্ষক মাসিক সেন্ট্রাল সেমিনার, বাংলাদেশে প্রথমবারের মতো মরণোত্তর দেহদানকারী ও দেহদানের অঙ্গীকারকারী দেশের অর্ধশত বিশিষ্ট বরেণ্য মহান ব্যক্তির মহতী সংবর্ধনা অনুষ্ঠান, গবেষণা কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ৩৬৪ জন ফেজ বি রেসিডেন্ট চিকিৎসকদের মাঝে ৩ কোটি ৮৬ লক্ষ ৬০ হাজার টাকা গবেষণা অনুদান (থিসিস গ্রান্ট) প্রদান, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস-২০২৩ পালন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসকদের জন্য আন্তঃক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, ‘প্রিভিলেন্স এন্ড রিস্ক ফ্যাক্টরস ফর ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইন বাংলাদেশ: এ পপুলেশন বেইজড অবজারভেনশনাল স্টাডি’ কার্যক্রম উদ্বোধন, ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা) প্রতিষ্ঠার ৫ম বর্ষ পূর্তি উদযাপন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন, দেড় হাজার নন রেসিডেন্ট চিকিৎসকদের শিক্ষা বৃত্তি প্রদান, সাধারণ জরুরি বিভাগে আল্ট্রাসনোগ্রাম সেবাসহ জরুরি সেবা কেন্দ্রের উদ্বোধন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঝুঁকিভাতা প্রদান, সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন, অভিযোগ/পরামর্শ বক্স স্থাপন উদ্বোধন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৭ শত ৬৭ কোটি ২১ লাখ টাকার বাজেট অনুমোদন ইত্যাদি। সভায় সম্মানিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখসহ বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ ও বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।