ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের গলায় ফাঁস দেয়া এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম লাবিবা খাতুন বয়স ১৩ বছর। সে সপ্তম শ্রেনীতে অধ্যায়ন করতেন। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। মধুখালী থানার উপ পরিদর্শক (এস. আই) সফিকুল আলম বলেন, সোমবার ‘খবর পেয়ে আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া তার পিতা লিটন শেখ এর বাড়ী থেকে লাবিবা’র মরদেহ উদ্ধার করা হয়। এস.আই সফিকুল আলম বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা যায়, ওই ছাত্রী অজ্ঞাত কোনো কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’ লাবিবা’র দাদী জানান, সোমবার স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে বিকালে সবার অগোচরে রুমের দরজা বন্ধ করে বাশেঁর আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস নেয় কিন্তু সঠিক কারন আমার জানা নাই। পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে সুরত হাল করে লাশ থানায় নিয়ে যায় । পরে কোন অভিযোগ না থাকায় গ্রামের সুধী জনগন ও আড়পাড়া ইউনিয়ন পরিষদ বর্গের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু’র অনুরোধে লিখিত দরখাস্তের মাধ্যমে জেলা প্রশাসকের অনুমতি ক্রমে থানা থেকে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের নিকট হস্তান্তর করেন। কেন ফাঁস দিয়েছেন তা জানাতে পারেননি নিহতের স্বজনরা। মঙ্গলবার সকাল ১০টার সময় মধ্য আড়পাড়া আদর্শ মক্তব কমপেক্্র এর মাঠে জানাযা শেষে আড়পাড়া কেন্দ্রীয় গোরস্তানে লাশ দাফন করা হয়।