নরসিংদী সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা সুলতানা নাসরীনের সাথে সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫মে) বিকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কনফারেন্স হলরুমে মতবিনিময় সভায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীনের সাথে উপজেলার সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা বিভিন্ন মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন।সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, নরসিংদী সদর উপজেলাকে সামনের দিকে এগিয়ে নিতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে সব কাজ চালিয়ে যাওয়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন সবাই পাশে থাকলে সব ভালো কাজ করা সম্ভব। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসার সুর্যকান্ত দাস,সাবেক অধ্যক্ষ প্রফেসার মোহাম্মদ আলী,সাবেক অধ্যক্ষ গোলাম মস্তফা,নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারন রায়,মোশেদ শাহরিয়ার,সাধারন সম্পাকদ হুমায়ন কবির শা,নরসিংদী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম মতি প্রমুখ্য। তারা নরসিংদী সদর উপজেলার বিভিন্ন সমস্যা তুলেধরলে নবাগত নির্বাহী অফিসার সকল সমস্যা সমাধানের আশ^াস দেন। সভাশেষে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য মোনাজাত করা হয় মোনাজত পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম খতিব আতিকুল্লাহ।