কুমিল্লার বরুড়ায় প্রতিবন্ধী কৃষক মাসুদ’র ধান কেটে দিল ছাত্রলীগ। বুধবার ৩রা মে সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসুচীর অংশ হিসেবে উপজেলার কশামী গ্রামের প্রতিবন্ধী (পঙ্গু) মাসুদ মিয়া নামের এক কৃষকের ৩২ শতাংশ জমির ধান কাটেন বরুড়া উপজেলা ছাত্রলীগ। কৃষকের জমির ধান পেকে আছে, অথচ কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না, আর কৃষকদের পাশে দাঁড়াতেই বরুড়া উপজেলা ছাত্র লীগের এই ধান কাটা কর্মসুচী শুরু করেছে। সংশ্লিষ্ট উপকার ভোগী কৃষক বলেন, আমার পাকা ধান কাটতে শ্রমিকের মজুরি লাগতো। ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছে বিনামূল্যে। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ছাত্রলীগ নেতারা জানান, জমির ধান পেকে আছে, অথচ অসহায় কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। এমন সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নির্দেশে বরুড়া উপজেলা ছাত্র লীগের সদ্য সাবেক সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ও সদ্য সাবেক সাধারন সম্পাদক নুরুজ্জামান শাহীনের নেতৃত্বে বরুড়া উপজেলার কশামী গ্রামের কৃষক মোঃ মাসুদ মিয়ার ৩২ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমরা দুর্যোগে দুর্বিপাকে শুধু নয় কৃষকের উন্নয়নে কৃষি বিপ্লব বাস্তবায়ন করার ক্ষেত্রে এবং চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে স্মার্ট এগ্রিকালচারের সন্নিবেশের জন্য কাজ করতে বদ্ধপরিকর। কৃষকের বিশ্বস্ততম বন্ধু শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বোরো মৌসুমে ধান কেটে ঘরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। আমরা তরুণদের কৃষি-প্রযুক্তি উদ্ভাবন ও কৃষি অর্থনীতিতে উদ্বুদ্ধ করতে চাই। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে তরুণরাই সমৃদ্ধ-কৃষকবান্ধব স্মার্ট-জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়বে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা গোলাম তালুকদার রাব্বি, ৬ নং ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহাবীর, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা, ফাহিম, শাওন, সজিব কলেজ ছাত্রলীগ নেতা রাকিব, আক্তার সহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।