জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সারাদেশের আপামর জনতা জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি ও পরনির্ভরশীলতার কারণে জনগনের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তিতাসের কড়িকান্দিতে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার জন্য তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতি আরো ব্যপক জনমত তৈরি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার উদাত্ত আহ্বান জানান। জাতীয় পার্টির কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমির হোসেন ভুইঁয়ার সভাপতিত্বে এবং জেলার সদস্য সচিব সৈয়দ ইফতেকার আহসান হাসানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। মঞ্চে আরোহণের আগে প্রধান অতিথি পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।