নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিমের ঈদ উত্তর মেজবানে ১০ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন। সোমবার দিবাগত রাতে এমপি তার গ্রামের বাড়ি মহাদেবপুর উপজেলার চেরাগপুরে ঈদের শুভেচ্ছা বিনিময় ও এই রাতের খাবারের আয়োজন করেন। এমপির নির্বাচনী এলাকা নওগাঁর মহাদেবপুর ও বদলগাছী উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মি, সরকারি কর্মকর্তা-কর্মচারি, ইউপি চেয়ারম্যান-মেম্বার, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, থানা পুলিশ প্রভৃতি শ্রেণি পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয় এই আয়োজন। এমপি আগতদের সাথে করমর্দনসহ শুভেচ্ছা বিনিময় করেন, তাদের কথা শোনেন, দোওয়া চান ও তাদের সাথে খানায় শরিক হোন। অন্যদের মধ্যে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব শহীদুজ্জামান সরকার, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, মহাদেবপুর ইউএনও আবু হাসান প্রমুখ এতে অংশ নেন। খাবারের বিশাল প্যান্ডেলে দুই ধরনের মেন্যু রাখা হয়। একটিতে গরু ও খাসির মাংশের পোলাও ও ডাল, আর অন্যটিতে পোলাও, ডাল, মাছের ভাজি, মুরগির রোষ্ট ও সেমাই। অনেকেই মনে করছেন এই মেজবানের মধ্য দিয়েই তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সূচনা করলেন।