নওগাঁর বদলগাছীতে প্রচণ্ড খরা ও তাপদাহে ঝড়ে পড়ছে আমের গুটি। কয়েক দিনে এক টানা প্রচুর তাপদাহের কারণে জনজীবন অতিষ্ট, এক সঙ্গে উপজেলার বিভিন্ন স্থানে ঝড়ে পড়ছে আমের গুটি ও ফসলের ব্যাপক ক্ষতি। উপজেলার আট ইউনিয়নের বিভিন্ন আমের বাগান ঘুরে দেখা গেছে, আমের গুটি মাটিতে পড়ে আছে। মথুরাপুর ইউপির গয়েসপুর গ্রামের কৃষক আজাহার আলী, শরিফুল, বেলাল হোসেনসহ অনেকে বলেন, প্রথমে তাদের বাগানে মুকুল আসার পরির্চযা করে আমের গুটি ভালোই ছিল কিন্তু বর্তমানে প্রচণ্ড খরায় গুটি ঝড়ে পড়ছে। তারা বলেন, এভাবে যদি আম ঝড়ে পড়ে তাহলে আমাদের ক্ষতির মুখে পড়তে হবে। এব্যপারে উপজেলা অফিসে কথা বলে তার কাছ থেকে কোন সদ্ব উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ করে কৃষকরা। উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ব্যস্ত আছি এখন কথা বলা যাবে না। উপসহকারী কৃষি কর্মকর্তা আবু রায়হান বলেন, বদলগাছীতে এবার ৫২৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে অতিরিক্ত খরার কারণে আমের গুটি ঝড়ে পড়ছে। আমরা আম চাষিদের তাদের আম গাছের গোড়াই সেচ দেওয়া পরামর্শ দিচ্ছি।