নরসিংদীর সদর উপজেলার নন্দীপাড়া মৌজায় আয়কর অফিসের কর্মকর্তা আরিফুল হক খান সুমন প্রভাব খাটিয়ে প্রতিবেশীর রাস্তা বন্ধ করে ইট দিয়ে স্থাপনা নির্মানের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে ভুক্তভোগীরা গনমাধ্যমের সামনে এই অভিযোগ করেন। অভিযোগকারী কাজী মাহবুব হোসেন সহ ভোক্তভোগীরা জানায়, রেলওয়ের পাশে জমি ক্রয় করে নির্বিবাদে রাস্তা দিয়ে চলাচল করে আসছিল। আয়কর অফিসের কর্মকর্তা আরিফুল হক সুমন এলাকায় প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে রেলের জমি দখল করে পাকা ঘর নির্মান করছে। ফলে আমাদের চলাচলের রাস্তা একেবারে বন্ধ হয়ে যায়। এ বিষয়ে সদর মডেল থানায় অভিযোগ করলে এসআই অভিজিৎ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে অভিযুক্ত আরিফুল হক সুমনকে ডাকলেও তিনি আসেননি এবং নির্মানকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আরিফুল হক সুমনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন রাস্তা দখল করিনি। আমি পূর্বের মালিকের কাছ থেকে ক্রয়সূত্রে জমির মালিক। আমার জমি দিয়ে আমি রাস্তা দিব না। আর আমার জমির ভিতরে রেলের জমি পড়লে যে কোন সময় ছেড়ে দেব। এবিষয়ে সদর মডেল থানার এসআই অভিজিৎ বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে রাস্তা বন্ধ করে পাকা ঘর নির্মান করার সত্যতা পেয়েছি। বিবাদী অভিযুক্ত আরিফুল হক সুমনকে ডাকলেও তিনি আসেননি। অভিযোগের বিষয়টি আমরা আদালতে প্রেরন করেছি।দীর্ঘদিনের একমাত্র চলাচলের রাস্তা খুলে দেয়ার দাবি জনিয়েছেন ভোক্তভোগী ও এলাকাবাসী।