নরসিংদীতে বিএনপির ঘরোয়া সভাকালীন সময়ে জেলা বিএনপির কার্যালয়ে বোমা হামলা, গুলি বর্ষন সহ ব্যাপক ভাংচুর চালিয়েছে। ওই সময় বোমা হামলার পাশাপাশি কার্যালয়সহ আশেপাশের বিভিন্ন দোকানপাট ও গাড়ি ভাঙচুর করে। এসময় এক সিএনজি চালককে কুপিয়ে গুরুত্বর আহত করেন। একটি টেলিভিশন সাংবাদিকের মোটর সাইকেল ভাংচুর করা হয়। বুধবার (৫ এপ্রিল) দুপুর দুইটার দিকে নরসিংদীর চিনিশপুরে বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে। বিএনপি দলীয় সূত্রে জানাযায়, আগামী ৮ই মার্চ বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বুধবার দুপুরে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকন,বেলাবো মনোহরদী আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল সহ বিএনপির নেত্রীবৃন্দ ঘরোয়া প্রস্ততি সভা করছিল। নেতাকর্মীরা জানায় জেলা বিএনপির সদস্য সচিব মুনজুর এলাহীর ছত্র ছায়ায় হঠাৎ বিএনপির পদবঞ্চিত নেতা মাইনুদ্দিন ভূইয়ার নেতৃত্বে একদল পদবঞ্চিত নেতাকর্মীরা বিএনপি অফিসে অতর্কিত হামলা চালায়। ওই সময় বিএনপির কার্যালয়ের মেইন গেইটে ভাংচুরের পাশাপাশি দফায় দফায় ককটেল ও গুলিবর্ষন করা হয়। এছাড়াও জেলাখানার মোড়ে হাসান নামে এক সিএনজি চালককে কুপিয়ে গুরুত্বর জখম করেন। ওই সময় একটি টেলিভিশন সাংবাদিকের মটর সাইকেল সহ একটি অটো রিক্সার শোরুম ভাংচুর করেন। এর আগে বিএনপির কার্যালয়ের প্রধান গেইটে তালা ঝুলিয়ে দেয় পদ-বঞ্চিত ছাত্রদলের বহিস্কৃত নেতা-কর্মীরা। এরপর সদস্য সচিব মঞ্জুর এলাহী এসে বিকল্প উপায়ে কার্যালয়ে প্রবেশ করেন। এর আগে বিএনপির কার্যালয়ের সমনে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পদবঞ্চিত নেতাকর্মীরা জানায় খায়রুল কবির খোকন ত্যাগি নেতাকর্মীদের বাদ দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে এই কমিটি ঘোষনা করায় একের পর এক ঘটনা ঘটছে। খবর পেয়ে নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে তবে এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে জানিয়েছেন নরসিংদী মডেল থানার অফিসার ইনর্চাজ(ওসি আবুল কাশেম)