কুমিল্লার বরুড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি প্রনোদনার অংশ হিসেবে গত ৩ এপ্রিল বরুড়া পৌরসভা প্রাঙ্গনে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে রোপন আউশ চাষে সহায়তার লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন করেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন (বখতিয়ার)। এসময় উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষকেরা। এসময় পৌরসভা মেয়র বকতার হোসেন বখতিয়ার বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন এক ইঞ্চি জমিও যেন খালি না রাখা হয়। কৃষকের প্রধান অর্থকরী ফসল ধান, ভুট্টা, আলু, শাকসবজি, চাষ এবং অনাবাদি জমি গুলোতে ফলজ বনজ ও ঔষধী গাছা লাগানোর পরামর্শ দেন। এছাড়াও তিনি বলেন রাশিয়া ইউক্রেন পরিস্থিতি মোকাবেলার কারনে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাময়িক সময়ের জন্য স্থগিত ছিল, গত কিছুদিন যাবত বরুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা সংস্কার, ব্রীজ কালভার্ট নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে তাই তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং যে কোন প্রয়োজনে পৌরসভার মেয়র হিসেবে তার দরজা সকলের জন্য খোলা আছে বলে জানান।
দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন