‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীতে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ উপলক্ষ্যে রোববার (২ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নের্তৃবৃন্দ, প্রতিবন্ধী ব্যক্তি, অভিভাবকসহ সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলায় ১ হাজার ৪ শত ৭২ জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। তাদের প্রত্যেকেই ৫ শত পঞ্চাশ টাকা হারে সরকারিভাবে ভাতা প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে নরসিংদী জেলা সমাজসেবা অফিসার মাসুদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, মেডিকেল অফিসার ডা: সঞ্জয় কুমার সাহা, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানে শহরের বিভিন্ন ক্যাটাগরীর প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান বলেন, অতিঅটিজম ও এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের যথাযথ বিভিন্ন দিকগুলো তুলে ধরেন। এছাড়া তাদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পরে অনুষ্ঠান শেষে ১০জন প্রতিবন্ধী পরিবার ও অন্যান্যদের মাঝে ৫০ হাজার টাকার অনুদানের চেক হস্থান্তর করেন প্রধান অতিথি।