নওগাঁয় তুলশীগঙ্গা নদীর খননকৃত মাটি অবৈধ ভাবে বিক্রি বন্ধ ও কাউন্সিলরের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় নওগাঁ শহরের তুলশীগঙ্গা ব্রিজের ওপর নওগাঁ পৌরসভা ৯নম্বর ওয়ার্ড বাসীদের আয়োজনে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে নওগাঁ পৌরসভা ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান সাগর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ সদর থানার যুবলীগের সভাপতি রায়হানুল ইসলাম রায়হান, জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি বুলু জোয়ার্দ্দার ও সাংগঠনিক সম্পাদক জেলা শাখার আব্দুর রশিদ সহ অন্যরা। এসময় ওই ওয়ার্ডের প্রায় দুইশতাধিক নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়। জানাগেছে- গত কয়েক মাস আগে পানি উন্নয়ন বোর্ড থেকে ৯নম্বর ওয়ার্ডের রজাকপুর, চকরামপুর, ভবানীপুর, বোয়ালিয়া, পিরোজপুর, শেখপুরা গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া তুলশীগঙ্গা নদী খননের কাজ শেষ হয়। কিš‘ নদীর খননকৃত মাটি অবৈধভাবে রাতের অন্ধকারে বিক্রি করছে কতপিয় ব্যক্তিরা। নদী খননের সময় অনেকের ব্যক্তিমালিকানা জমিও খনন হয়েছে। এছাড়া খননকৃত মাটি ব্যক্তিগত জায়গায় রাখা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নদীর বাঁধ নির্মাণ করা হয়। রাতের-আধারে খননকৃত মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এসব কাজে বাঁধা দেওয়া ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান সাগরকে গত ২৫ মার্চ রাতে তার ওপর হামলা করা হয়। হামলার ঘটনায় তিনি ৭জন সহ অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। মানববন্ধনে এলাকাবাসীরা বলেন- মাটি খেকোরা রাতের অন্ধকারে নদীর পাড়ের মাটি অবৈধ ভাবে বিক্রি করছে। এসব মাটি শেষ হলে বাঁধ নির্মাণ করা সম্ভব হবে না। নদীর বাঁধ না থাকায় সামনের বন্যায় এতে প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাঁধের মাটি না সরিয়ে সেখানে ঘর তৈরি করে দিলে অনেক ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের (আদিবাসীর) আশ্রয় হবে। তারা সেখানে বসবাস করতে পারবে। দ্রুত মাটি বিক্রি বন্ধসহ কর্তৃপক্ষের সুদৃষ্টিকামনা করছেন এলাকাসীরা। কাউন্সিলর আসাদুজ্জামান সাগর বলেন, এলাকার ভাল করতো গিয়ে আমার ওপর হামলা চালানো হয়েছে। হামলার পর গত ২৮ মার্চ থানায় লিখিত অভিযোগ করেছি। কিš‘ এখন পর্যন্ত থানা কোন পদক্ষেপ নেয়নি। থানা নিরব ভূমিকা পালন করছে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, এ বিষয়ে কাউন্সিলর আসাদুজ্জামান সাগর থানায় কোন অভিযোগ দেননি। তবে অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।