কুমিল্লা জেলা আশেকে রাসুল আইনজীবী পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলা হল রোমে কুমিল্লা জেলা আইনজীবী পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সমন্বয় ও হাইকোর্ট বিভাগের সিনিয়র আইনজীবী আশেকে রাসুল মোহাম্মদ আলী দীপু, হাইকোর্ট বিভাগের সিনিয়র আইনজীবী আশেকে রাসুল মোঃ শাহ শীবলী নোমান, আশেকে রাসুল এডভোকেট মোঃ বাহালুল আলম বাহার, আশেকে রাসুল এডভোকেট মোহাব্বত আলী, আশেকে রাসুল এডভোকেট মোহন হোসেন, কুমিল্লা জেলা সাবেক আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ এডভোকেট নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন, সিনিয়র আইনজীবী এডভোকেট মারুফ খন্দকার, কুমিল্লা জেলা আশেকে রাসুল আইনজীবী পরিষদের সদস্য এডভোকেট আশেকে রাসুল জামাল উদ্দিন, এডভোকেট আশেকে রাসুল এম এ মান্নান, এডভোকেট আশেকে রাসুল মাসুদ আহমেদ, এডভোকেট আশেকে রাসুল কামরুল হাসান। এসময় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমন্বয়ক আশেকে রাসুল অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ, ওলামা মিশনের সদস্য হযরতুল আল্লামা হাফেজ মইনুল ইসলাম। এসময় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন আমাদের মহান মোর্শেদ শ্রেষ্ঠ সংস্কারক বীর মুক্তিযোদ্ধা সূফী সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী (রহঃ) ১৯৭১ এ বি বাড়িয়া জেলার ৩নং সেক্টর কমান্ডার হিসেবে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করে দেশকে পরাধীনতার হাত থেকে রক্ষা করেন, পরবর্তীতে মানুষকে স্বর-রিপুর হাত থেকে রক্ষার জন্য আত্মশুদ্ধির মাধ্যমে হযরত রাসুল (সঃ) এর আদর্শ ও চরিত্র ধারণের মাধ্যমে একজন খাটি মোমেন ও মোসলমান হওয়ার শিক্ষা দিয়েছেন। এবং কারবালায় প্রান্তরে এজিদের দোসরদের দ্বারা হারিয়ে যাওয়া হযরত মোহাম্মদ (সঃ) এর ধর্ম তথা মোহাম্মদী ইসলামকে পুনরায় জাতির মাঝে তুলে ধরেছেন। সর্বশেষ তার ওফাতের পুর্বের দিন তার সুযোগ্য উত্তরসুরী বিশিষ্ট তাসাউফ গ্রন্থের লেখক গবেষক ও বাংলাদেশ আশেকে রাসুল আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা ইমাম প্রফেসর ড কুদরত এ খোদা (মাঃ আঃ) হুজুরের হাতে তার তরিকার দায়িত্ব অর্পণ করেন। বর্তমান জামানার ইমাম দেওয়ানবাগ শরীফের পরিচালক সমন্বয়ক ও সমস্যার ফয়সালাকারী ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা (মাঃ আঃ) হুজুর সারা বিশ্বের মানুষকে মোহাম্মদী ইসলামের শিক্ষা প্রচারের মাধ্যমে একজন খাটি মোমেন ও মোসলমান বানানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তিনি বলেন পরনিন্দা পরও সমালোচনা দূর করে আত্মসমালোচনা ও নিজেদের দোষত্রুটি গুলো দূর করতে নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে নিজেদের অন্তরের কলুষতা দূর করতে আত্ম শুদ্ধির শিক্ষা দিয়ে যাচ্ছেন। বক্তারা বলেন আমরা ছোট বেলায় মক্তবে গিয়ে হুজুরের কাছে নামাজ শিক্ষার জন্য আরবী শিক্ষা গ্রহন করেছি কিন্তু প্র্যাক্টিকেলি নামাজের মাধ্যমে কিভাবে আল্লাহ ও হযরত রাসুল (সঃ) কে পাওয়ার পথ ও রহমত লাভের কোন মাধ্যম কেউ দিতে পারেনি একমাত্র আল্লাহর অলীবন্ধুগন সেই শিক্ষাটুকু মানুষকে দিয়ে থাকেন আর সেই শিক্ষক ছিলেন সূফী সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী (রহঃ), বর্তমানে সেই শিক্ষক রুপে যিনি মানুষকে হেদায়েতের পথ দেখিয়ে যাচ্ছেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড আরসাম কুদরত এ খোদা (মাঃ আঃ)হুজুর। তিনি আশেকে রাসুল আইনজীবী পরিষদ প্রতিষ্ঠাতা মাধ্যমেও মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে যাচ্ছেন। সর্বশেষ মোহাম্মদী ইসলামের মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী আলোচক বাংলাদেশ বেসরকারি টেলিভিশন মাই টিভি ও মোহনা টিভির ধর্মীয় আলোচক হযরতুল আল্লামা লোকমান হোসেন ভৈরবী।