চাঁদপুরে জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির মধ্যবর্তী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা, অতিরিক্ত নৌ-পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন, নৌবাহিনীর কমন্ডার মেহের, কোস্টগার্ড এর সিনিয়র পেটি অফিসার শফিকুল ইসলাম, চাঁদপুর কান্ট্রি ফিসিং বোট মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান,সাধারণ সম্পাদক মানিক দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর সরদার প্রমুখ। উল্লেখ্য জাটকা রক্ষায় গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের মেষনাসহ দেশের ৫ টি নদী অঞ্চলে অভয়াশ্রম কার্যক্রম শুরু হয়েছে। এসময় অভয়াশ্রম অঞ্চলে সকল প্রকার জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।