জাতীয় রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. নূর এ আলম শামীম বলেছেন, যক্ষ্মা থেকে বাঁচার জন্য সচেতনতার বিকল্প নেই। একটি সময়ে মানুষ ভাবতো, এ রোগ হলে মানুষ বাঁচে না। কিন্তু এখন আর সেই সময় নেই। চিকিৎসাবিজ্ঞানের উন্নতিকল্পে সেই সমস্যার সমাধান হয়েছে। স্বাস্থ্যরক্ষায় সবাই সচেতন হলেই এ রোগকে প্রতিরোধ করা সম্ভব। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও সিভিল সার্জন কার্যালয়, সিলেটের উদ্যোগে র্যালি পরবর্তী আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিভিল সার্জন কার্যালয় সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্তের সভাপতিত্বে গত বৃহস্পতিবার বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। ‘হ্যাঁ! আমরা যক্ষ¥া নির্মূল করতে পারি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র্যালি পরবর্তীতে আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ আহমদ, শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান, সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ সিরাজুম মুনির। সভায় স্বাগত বক্তব্য রাখেন- সিলেট বিভাগের টিবি কন্ট্রোল প্রোগ্রামের কনসালটেন্ট ডা. শহীদ আনোয়ার। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক, ডা. আহমদ শাহরিয়ার, ডা. স্বপ্নীল সৌরভ রায়, ডা. স্নিগ্ধা তালুকদার, ডা. সাইমুন নাহার, ডা. ভাস্কর ভট্টাচার্য প্রমুখ। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতা ছিল- হীড বাংলাদেশ, আশার আলো, বন্ধু, ব্র্যাক বাংলাদেশ, ইউএসএআইডি, নাটাবসহ বেসরকারি সামাজিক সংস্থাসমূহ।