ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ত্রিশাল- ফুলবাড়িয়া সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ১২ বছর ধরে দুই উপজেলার লক্ষাধিক মানুষ প্রতিদিন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিনেও সড়কটির কোনো উন্নয়ন না হাওয়ায় কাদামাটিতে একাকার হয়ে যায় এই ব্যস্ততম সড়ক। ফলে ভোগান্তিতে রয়েছেন ত্রিশাল ও ফুলবাড়ীয়া উপজেলার জনসাধারণ।সংস্কারের অভাবে যত দিন যাচ্ছে ততই চলাচলের অযোগ্য হয়ে পড়ে সড়কটি। সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেছেন। এক পর্যায়ে মানববন্ধনে অংশ কারীরা উত্তেজিত হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বৈলর নামক স্থানে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।এতে আটকা পড়ে হাজার হাজার যানবাহন।ভোগান্তিতে পড়েন দূরপাল্লার গাড়ির যাত্রীরা। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাইন উদ্দিন বলেন, সড়ক সংস্কারের দাবিতে দুই উপজেলার কয়েক হাজার সাধারণ মানুষ মহাসড়ক অবরোধ করে।কাজটি পুলিশের না হলেও দ্রুত রাস্তা সংস্কার এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহিত কথা বলব বলে সাধারন জনগনকে আশ্বস্ত করলে জনগন মহাসড়ক হতে সরে যায়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। ওসি মাইন উদ্দিন উপস্থিত জনতার উদ্দেশ্যে সড়কটি সংস্কারের আশ্বাসে বক্তব্য রাখেন। যেহেতু এলাকায় প্রচার আছে তিনি যে কথা দেন সেই কথা রাখেন এই বিশ্বাসে দ্রুততম সময়ে এই রাস্তাটি সংস্কার হবে মনে করে জনতা অবরোধ প্রত্যাহার করে নেন।