কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ মার্চ শনিবার সকাল ১১ টায় ৫০ শয্যা উন্নীতকরণের শুভ উদ্বোধন করেন কুমিল্লা ০৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল। এই সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা: নাছিমা আকতার, ডেপুটি সিভিল সার্জন ডা: নিসর্গ মেরাজ চৌধুরী, বরুড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান, বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, বরুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিংকন, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদ মজুমদার, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্টাফ। সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন এম্বুলেন্স এবং বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের “বঙ্গবন্ধু ও মুজিব কর্নার” ও উদ্বোধন করেন। বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুল হাসান সোহেল, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা: নূরেন তাসকিন তুলি, আরএমও, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ডা: খাদিজাতুল কোবড়া, ডা: তানজিম মজুমদার, ডা: ভাস্কর কিশোর মহলানবিশ, ডা: নির্ঝর ভৌমিক, ডা: এনামুল হক সাকিব, এসএসএন মো: রবিউল হোসাইন, এসএসএন মাজেদা বেগম।
প্রধান অতিথি নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি কে সম্মাননা স্মারক প্রদান করেন কুমিল্লা জেলার সম্মানিত সিভিল সার্জন ডা: নাছিমা আকতার। কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা: নাছিমা আকতার কে সম্মাননা স্মারক প্রদান করেন ডা: কামরুল হাসান সোহেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বরুড়া।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন ডা: সিফাত সালেহ, আর এম ও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরুড়া।
বক্তারা সবাই বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্নতার ভূয়সী প্রশংসা করেন। বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুল হাসান সোহেল বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যোগদানের পর থেকেই বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেবার মান, সেবার পরিধি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি সুন্দর,পরিচ্ছন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রুপ লাভ করেছে বলেন এবং এর জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের প্রশংসা করেন এবং সবাইকে ধন্যবাদ দেন। প্রধান অতিথি তার বক্তব্যে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বর্তমান পরিবেশ,পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনমুখী সেবা এবং বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন। বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জনবলের ঘাটতি পূরণে দ্রুততম সময়ে পদক্ষেপ নেয়ার জন্য বলেন, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরুড়াবাসী কে ভালো সেবা দেয়ার জন্য বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইউএইচএফপিও ডা: কামরুল হাসান সোহেল, চিকিৎসক, নার্স, স্টাফ এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। সভাপতি ডাঃ কামরুল হাসান সোহেল বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নতুন ভবন, নতুন এম্বুলেন্স সহ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিডকালীন সময়ে ১৫ শয্যার সেন্ট্রাল অক্সিজেন লাইন সমৃদ্ধ কোভিড আইসোলেশন সেন্টার, একটি আইসিইউ কেবিন, ১১ টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদানের মাধ্যমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে আজকের এই অবস্থানে আসার পিছনে নানাভাবে অবদান রাখায় নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উনি আরো বলেন উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উন্নয়ন এর পিছনে কুমিল্লা জেলার প্রাক্তন সিভিল সার্জন ডা: মো: মুজিবুর রহমান , সাবেক সিভিল সার্জন ডা: নিয়াতুজ্জামান , সদ্য সাবেক সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন দিগন্ত সহ অন্যান্য যাদের অবদান আছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন