ঢাকা, শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুজনের

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে।পলাশ উপজেলার ঘোড়াশাল ফ্ল্যাগ ও টান ঘোড়াশাল রেলক্রসিং সংলগ্ন এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে ঘোড়াশাল রেলস্টেশন থেকে রেললাইনে হেঁটে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন এক নারী। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়েন ওই নারী। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দিকে একই ট্রেনে কাটা পড়ে ঘোড়াশাল রেলক্রসিংয়ে এক পুরুষের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়।দুপুর ১২টার দিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।তিনি আরও জানান, স্থানীয়রা ওই নারী ও পুরুষের পরিচয় শনাক্ত করতে পারেনি। শনিবার দুপুর পৌনে ২টা পর্যন্ত ওই দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন