গাজীপুরের শ্রীপুরে উপজেলা কৃষক লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কৃষক সমাবেশ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৮ মার্চ) বিকেলে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সরকারের সঞ্চালনায় উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি। অনুষ্ঠান উদ্বোধন করেন গাজীপুর জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান লিটন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুরের পৌর মেয়র আলহাজ্ব আনিছুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বিএ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ, শ্রীপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, গোসিংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ফকির, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মাদবর, রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফারুক হোসেন, শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কমর উদ্দিন, শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল হাসান জিকু, পৌর যুবলীগের সভাপতি মোঃ হাসানুল ইসলাম আকন্দ শাওন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান প্রমুখ।