ভারতে যাওয়ার সময় দু’ দিনে ৬৩ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ। গত শনিবার সন্ধ্যায় এবং আজ রোববার সকালে দেশের বিভিন্ন এলাকা থেকে তারা বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে যান। কথাবার্তা বলার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে ভারতে যাওয়ার অনুমতি না দিয়ে ফেরত পাঠায়। সৌরভ তপন্দার নামের এক ব্যক্তি বলেন, চট্টগ্রাম থেকে রোববার সকালে বেনাপোল ইমিগ্রেশনে পৌঁছাই। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতে যাওয়ার অনুমতি না দিয়ে ফেরত পাঠিয়েছে। এদিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ ভূঞা বলেন, যাদের আচরণ সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে।