গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় ময়লা আবর্জনা অপসারণের জন্য পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ভ্রাম্যমান ভ্যান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ১০টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এসএম শফিকুল ইসলাম শামীম, সহকারী প্রকৌশলী হরিপদ রায়, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা সমাজসেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল জুয়েল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপ-প্রশাসনিক কর্মকর্তা শামীম হায়দার, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সার্ভেয়ার আনোয়ার হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ময়লা আবর্জনা অপসারণের ক্ষেত্রে আবাসিক বাসার এককালীন সদস্য ফি ৫০ টাকা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এককালীন সদস্য ফি ১০০ টাকা। প্রতি মাসে আবাসিক বাসার ফি ৫০ টাকা এবং বানিজ্যিক প্রতিষ্ঠানের ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, প্রাথমিক পর্যায়ে ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তীতে এ কার্যক্রম প্রতিটি ওয়ার্ডে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ময়লা অপসারণ কর্মীরা তাদের ভ্যানগুলো বিভিন্ন পাড়া-মহল্লায় নিয়ে গিয়ে বাঁশি বাজাবেন। বাঁশির শব্দ শুনে এলাকাবাসী তাদের বাসা, হোটেল ও অফিসের ময়লা আবর্জনা ঐ ভ্যানে দিয়ে দিবেন। আসুন সকলে মিলে একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ে তুলি।