বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন,“ এমন বাংলাদেশ চাই যেখানে কোন জামিল নারীদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। কোন চাঁদাবাজি হবে না। দখল হবে না। জুলুম হবে না। এদেশে এর আগে যারা এসেছেন তারা সুন্দর সুন্দর ওয়াদা দিয়েছেন। তারা বলেছিলেন, জাতির ভাগ্য বদলে দিবো। ভাগ্য বদল হয়েছে তাদের । জাতির সেবক হওয়ার কথা ছিল,তারা মালিক হয়েছেন। মালিক হওয়ার কারনে জাতির অর্থ চুরি করে তাদের পকেটে ঢুকিয়েছেন। সেই অর্থ দেশে না রেখে বিদেশে পাচার করেছেন। এটা আমরা আর চাই না। এ ঘটনা বারবার পুনরাবৃত্তি হোক আমরা সেটা চাই না। আজ বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের মালিবাগ চত্বরে পথসভায় তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা এমন একটি মানবিক বাংলাদেশ চাই , যেখানে জাতি ধর্ম নারী পুরুষ সকলে মর্যাদা ও নিরাপত্তার সাথে বসবাস করবে। আমরা চাই একটি দূর্নীতি মুক্ত বাংলাদেশ, আমরা চাই একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ। আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে যুবকদের হাত হবে কর্মীর হাত। নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ কায়সার। এ সময় আরো উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলার আমির আব্দুল আল আমিনসহ নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারন জনতা উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের গাড়ি বহর ফরিদপুরের পথে রওনা হয়।