হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খৃষ্টানসহ বিভিন্ন জাতি গোষ্ঠীর সমন্বয়ে বাংলাদেশ। আর ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদের বিরুদ্ধে বিএনপি। বাংলাদেশের মানুষ কখনই ধর্মীয় উগ্রবাদ-মৌলবাদকে পছন্দ করে না। বিগত দিনের মতো আগামী দিনেও ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদকে সমূলে উৎপাটন করে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে হবে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন। এসময় তিনি বলেন, দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর আমারা যে বাংলাদেশ পেয়েছি সেখানে ধর্মীয় মৌলবাদ ও উগ্রবাদের স্থান নেই। যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় মৌলবাদকে উসকে দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি একজন নিরপরাধ আইনজীবীকে হত্যা করা হয়েছে। কোন ধর্মই হত্যাকে প্রশ্রয় দেয় না। আমরা মনে করি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি যেকোনো ধর্মীয় গোষ্ঠীর উগ্রবাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে । আজ শনিবার দিনব্যাপী ব্যারিস্টার কায়সার কামালের আয়োজনে ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা নিতে আসা প্রায় দুই হাজার পাঁচশ রোগী রেজিস্ট্রেশন করেন। এসব রোগীকে ৮ জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকসহ একটি দল সেবা দিয়ে যাচ্ছেন। এসময় রোগীদের বিনামূল্যে চশমা ও ঔষধ প্রদান করা হয়। তাছাড়া চোখে ছানিপড়া রোগীদের সনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়।