পাবনা জেলার নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েল। দীর্ঘ দিন গত আওয়ামী সরকারের আইনজীবিগন এ পদটি দখল করে ছিলেন। তাদের সময় বৈষম্যের শিকার আইনজীবিগণ, বর্তমানে পিপি, অতিরিক্ত পিপি এবং এপিপি হিসেবে নিয়োগ পেয়েছেন। অতিরিক্ত সরকারী কৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ আলী রেজা পারভেজ। দ্বায়িত্ব গ্রহনের পর আজ রোববার দুপুরে পিপির কার্যালয়ে বিচার প্রার্থীদের সমাবেশে পিপি জনাব জুয়েল বলেন, বৈষম্যের শিকারের যে সমস্ত মামলা গত সরকারের আমলে দাখিল করা হয়েছে, সে সব মামলার মেরিড দেখে সে মামলা গুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেয়া হবে। সে সাথে রাজনৈতিক প্রতিহিংসায় যে মামলা গত সরকারের সময় দায়ের করা হয়েছে সে গুলো নিরপেক্ষ ভাবে যাচাই বাছাই করে নিষ্পত্তির পদক্ষেপ নেয়া হবে। চলমান সরকারের সময় কেউ যাতে বৈষম্য শিকার হয়ে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয় সেদিকে প্রখর দৃষ্টি রাখা হবে। সে সাথে আইনি ভাবে কারো যাতে মানবাধিকার ক্ষুন্ন না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখা হবে। বৈষম্য নরিসনের জন্য আমাদের নিয়োগ দেয়া হয়েছে। আমরা আমাদের দ্বায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো।