হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলার পলাতক আসামি সোলাইমান সিকদার প্রকাশ সালমানকে আজ রোববার গ্রেফতার করেছে র্যাব। সে কক্সবাজার শহরের সিকদার পাড়ার আবুল কালামের ছেলে। র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ শহরের আলীর জাহাল এলাকায় অভিযান চালিয়ে সোলাইমান সিকদার প্রকাশ সালমানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সালমানের বিরুদ্ধে বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, মারামারি ছিনতাই ও দ্রুত বিচার আইনে ৮টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।