বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আকাশে কালো শকুন ঘুরছে। এই শকুন মাঝে মাঝে ফুস করছে। তাই সতর্ক থাকতে হবে। যে যেভাবেই উস্কানি দেক, আমরা ফাঁদে পা দেব না। আজ শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর আমীর বলেন, আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাইনি। দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না। দেশের প্রতি যাদের দায়বদ্ধতা নেই তারা যেকোনো সময় দেশকে খোদা হাফেজ বলতে পারে। আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই। এই দেশকে দুনিয়ার শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চাই। ডা. শফিকুর রহমান বলেন, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইনসাফ কায়েম করতে চাই। যেখানে মানুষ চাইলেও অধিকার পাবে, না চাইলেও অধিকার পাবে। জামায়াত আমীর আরও বলেন, মা বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে, কর্মস্থলেও সুরক্ষিত থাকবে। তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে, আমরা ক্ষমতায় আসলে নারীদের ঘর থেকে বেরুতে দেওয়া হবে না। কিন্তু কথা দিচ্ছি এমন হবে না। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ আরও অনেকে।