লক্ষ্মীপুরে ওয়াটসন কমিটির সদস্যদের জন্য মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের সহযোগিতায় বেসরকারি সংস্থা ওয়াটার এইড এবং ডরপ এ ওরিয়েন্টেশনের আয়োজন করে। উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী ফাতেমা-তুজ-জোহরা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অভি দাস। বক্তব্য দেন, ওয়াটার এইডের সি-সিবিএস কানিজ হোছনা আফরোজ, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলের ডিস্ট্রিক্ট লেভেল কো-অর্ডিনেটর মো: নুর ইসলাম, ডরপ এর কর্মকর্তা শৌল বৈরাগী, দিদার হোসেন, উপজেলা ফ্যাসিলিটর ইসমাইল পাটওয়ারী, মিলন বেগম প্রমুখ। সভায় লক্ষ্মীপুর সদর উপজেলার ২১ টি ইউনিয়নের জনপ্রতিনিধি এবং ইউপি সচিবগণ অংশ নেন।