ফরিদপুরের মধুখালী উপজেলায় ২০২৪ সালে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলা মিলনায়তনে স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এরফানুর রহমান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম নুরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহাবুব ইলাহী, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কে.এম তানজির নাঈম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, বিআরডিবি কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, মধুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান পলাশ, মধুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক খন্দকার এনামুল সহ প্রমুখ। মধুখালী উপজেলায় গণঅভ্যুত্থানে ৬জনের আহতদের নামের তালিকা যা উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত কামরুজ্জামান ইসা আশাপুর, আহসান হাবিব চর গয়েশপুর,না ইম হোসেন রাব্বি বড়াইল, জামিম হোসেন কোমরপুর, সাংবাদিক রাকিবুল ইসলাম মিঠু নওপাড়া, সাহেরা খাতুন রামদিয়া।