গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌর চন্নাপাড়া মসজিদ কমিটির দ্বন্দ্বে মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বায়তুল আতিক জামে মসজিদ দাতা পরিবার। ৩০ নভেম্বর শনিবার বিকালে পৌরসভার চন্নাপাড়া বায়তুল আতিক জামে মসজিদ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত শুক্রবার মসজিদ কমিটি গঠন নিয়ে দ্বন্দে মসজিদে প্রবেশ করে হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন। ঘটনা ঘটেছে শুক্রবার জুমার নামাজের পূর্বে উপজেলা চন্নপাড়া বাইতুল আতিক জামে মসজিদে। হামলায় আহতরা হলেন ওই গ্রামের মৃত অজগর আলী বেপারীর ছেলে মো. হুমায়ুন বেপারী(৪৫) তার ভাই পৌর কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. মামুন বেপারী(৩৮)। অভিযুক্তরা হলেন শ্রীপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আলী হোসেনের ছেলে মো. এনামুল হক খোকন,বিএনপি থেকে সম্প্রতি বহিষ্কৃত একই গ্রামের মৃত শাজাহান চঞ্চলের ছেলে এস এম পলাশ ও পাপ্পু । একই গ্রামের আওয়ামীলীগ নেতা মাজাহারুল। স্থানীয় সূত্রে জানাযায়, ওই মসজিদ কমিটি গঠন নিয়ে স্থানীয় ভাবে বিরোধ রয়েছে। অভিযুক্ত এনামুল গং একক আধিপত্তে একটি কমিটি হঠন করে ফেলেন। এনিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার জুমার নামাজের পূর্বে মসজিদে একক ভাবে কমিটি গঠন নিয়ে প্রতিবাদ করেন মামুন। এতে ক্ষিপ্ত হয়ে এনামুল গং অর্ধ শতাধিক লোক নিয়ে মসজিদের ভেতর হামলা চালায়। এতে হুমায়ুন কবির ও মামুন বেপারী আহত হন। গুরুত্বর আহত হুমায়ুন কবিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবিষয়ে বক্তব্য জানতে এনামুল হক কে মোবাইলে ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, এবিষয়ে কেউ অবগত করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।