পটুয়াখালীতে গণমাধ্যম কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও অধিকার আদায়ের লক্ষ্যে পটুয়াখালী জেলা রিপোর্টাস ক্লাব গঠন করা হয়েছে।
গত ১০ ই আক্টবর পটুয়াখালী জেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়। ৩০ নভেম্বর শনিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে আনুষ্ঠানিকভাবে কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।
এতে সংগঠন পরিচালনার জন্য প্রাথমিকভাবে ১৯ সদস্য বিশিষ্ঠ একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ঢাকা থেকে বহুল প্রচারিত দৈনিক আইন বার্তা’র জেলা প্রতিনিধি মো. মতিউর রহমানকে সভাপতি এবং নিউজ ২১ টেলিভিশন ও জাতীয় দৈনিক নবচেতনা’র পটুয়াখালী জেলা প্রতিনিধি কাজী মামুনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটির অনান্য সদস্যরা হচ্ছেন- সিনিয়র সহসভাপতি ডেইলী প্রেজেন্ট টাইমস এর ফিরুজ আলম, সহ-সভাপতি বিজয় টিভির গলাচিপা প্রতিনিধি আহসান উদ্দিন জিকু, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জিয়াউর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম দৈনিক প্রভাত খবর,সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন আহমেদ দৈনিক বাংলাদেশের বানী,যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুল ইসলাম দৈনিক মানবকন্ঠ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শ্রী সপথ রাজধানী টেলিভিশন, মোঃ ইলিয়াস হোসেন অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক এশিয়াবনী , দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসেন দৈনিক রুপকার, সাংস্কৃতিক ও সমাজসেবা মোঃ বাইজিদ মিয়া দৈনিক আলোকিত প্রতিদিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক,মোঃ রাছেল হাওলাদার দৈনিক প্রতিদিনে সংবাদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, সৌমিত্র সুমন দৈনিক নবচেতনা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, বশির তালুকদার দৈনিক আলোর জগৎ’কে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে মো সাইদুল ইসলাম ক্রাইম প্রেট্রল,মোঃ হাফিজুল ইসলাম শান্ত দৈনিক আমার সংগ্রাম, রাকিবুল ইসলাম কাজী টিভি এইচডি, মোঃ মহাসিন মীর দৈনিক আই বার্তাকে সদস্য করা হয়েছে।
এদিকে সংগঠনকে আরও শক্তিশালী করতে নিয়মিত সদস্য হিসেবে অন্তর্ভুক্তির কার্যক্রম অব্যহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এ ছাড়াও সংগঠনের পরিধি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের স্বার্থে জেলার সকল উপজেলায় স্থানীয় ক্লাবে সভাপতি ও সাধারণ সম্পাদককে পটুয়াখালী জেলা রিপোর্টাস ক্লাবের পদাধিকার বলে সদস্য হিসেবে রাখা হয়েছে।