বরগুনা জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, ছিনতাই, চুরি, ডাকাতি, জুয়া, অপহরণ, খুন, ধর্ষণ ও অসাধু অস্ত্র ব্যবসায়ী সহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকান্ডের সাথে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বস্তরের জনগনের আস্থা অর্জন করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বরগুনা জেলার, সদর থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সদর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার জনাব আব্দুল হালিম ও পুলিশ পরিদর্শক জনাব দেওয়ান জগলুল হাসানের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনায় এসআই মোঃ সোহেল রানার নেতৃত্বে বরগুনা সদর থানার একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কেওরাবুনিয়া নামক স্থানে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অজ্ঞাতনামা মাদক কারবারি অবস্থান করিতেছে। এরই সূত্র ধরে ঘটনাস্থল আজ বরগুনা জেলার বরগুনা সদর থানাধীন ০৫ নং কেওড়া বুনিয়া ইউপির ০৭ নং ওয়ার্ডের কেওরাবুনিয়া সাকিনস্থ ধৃত আসামী মোঃ খোকন (৫০) পঞ্চায়েতের বসতবাড়ির সামনের পাকা রাস্তার উপর ১৪:৫৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে মোঃ খোকন পঞ্চায়েত (৫০), পিং-মৃত আনোয়ার হোসেন, সাং-কেওড়াবুনিয়া ৭ নং ওয়ার্ড, থানা ও জেলা- বরগুনাকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে বলে জানিয়েছেন পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।