বরগুনার পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম শাকিলের লক্ষ করে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হামলায় জড়িতদের বিচারের দাবী জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগ। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম রাব্বি’র স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাথরঘাটা উপজেলার পদ্মা বাজারে বসে উপজেলা সেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম শাকিলকে হত্যার উদ্দেশ্য নারকীয় হামলা চালায় একদল সন্ত্রাসী। এসময় সন্ত্রাসীদের হামলায় শাকিলের মাথা ও শরীরের একাধিক স্হানে গুরুত্বর জখম হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় । পরে এলাকাবাসী শাকিলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এছাড়াও ওই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুরাদ হোসাইন ও সাধারণ সম্পাদক অ্যাড:সাইমুল ইসলাম রাব্বি সাইফুল ইসলাম শাকিলের উপর সন্ত্রাসী হামলাকে নারকীয় হামলা দাবী করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলার ঘটনার সাথে জড়িতদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়েছেন তারা। সর্বশেষ তথ্য অনুসারে শাকিলের পরিবার থেকে থানায় কোন অভিযোগ দায়ের করেননি।