চাঁদপুর জেলাধীন মতলব উত্তর থানার মেঘনা নদীর চরউমেদ থেকে কাঁচিকাটাগামী খালের মুখে চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ। আজ রোববার ভোরে গোপন সংবাদে ভিত্তিতে নৌ পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন- মো. শাহ আলম বেপারী (৩২), মো. মোক্তার মোল্লা (৪০) ও সুমন ব্যাপারী ওরফে বোবা সুমন (৩০)। তাদের স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে। তাদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও নগদ ২ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়। অভিযানটি এএসআই (নি.) বুলবুল হোসাইন ও তার সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে পরিচালিত হয়। অভিযুক্তরা নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়া চলছে। পুলিশ জানায়, নদীতে চাঁদাবাজি রোধে নৌ পুলিশ সর্বদা তৎপর এবং এ ধরণের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।