ফরিদপুরের মধুখালী উপজেলার তাওহীদ ছাত্র-জনতার আয়োজনে গত শুক্রবার জুম্মা নামাজ বাদ ডুমাইন পঞ্চপল্লী এবং চট্রগ্রামের খুঁনিদের গ্রেফতার ও ফাঁসি নিশ্চিতকরন এবং সন্ত্রাসী জঙ্গি সংগঠন “ইসকন” নিষিদ্ধের দাবীতে কামারখালীতে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিল শেষে কামারখালী বাসষ্টান্ড এবং কামারখালী বাজার চৌ-রাস্তার মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন মধুখালী শাখার সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম মন্ডল, গন্ধখালী জামে-মসজিদের পেশ ইমাম রবিউল ইসলাম মন্ডল, রসুলপুর দরবার শরীফের মধুখালী উপজেলার আমীর ছলেমান শেখ, মাঝিবাড়ী জামে-মসজিদের পেশ ইমাম হাফেজ জুবায়ের আহম্মেদ বায়োজিদ, মধুখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, যুগ্ন আহবায়ক বাধন মন্ডল প্রমুখ। সবশেষে খুনীদের সঠিক বিচার দাবী করে ও সন্ত্রাসী জঙ্গি সংগঠন “ইসকন” নিষিদ্ধের দাবীতে এবং খুন হওয়া রুহের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন পশ্চিম আড়পাড়া জাবালে নুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবুল বাশার। এ ছাড়া মধুখালী উপজেলা ঈদগাহ ময়দানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।