জেলা পুলিশের আয়োজনে ২০২৩ বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ ইমার্চ দিনব্যাপি পটুয়াখালী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা -২০২৩ অনুষ্ঠানে মুক্তিযুুদ্ধ ভিত্তিক ডিসপ্লে প্রদর্শন করে পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ । এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল- মামুন ( বিপিএম- বার, পিপিএম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহান চৌধুরী, বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, বাউফল পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল । বিভিন্ন খেলা শেষে দিনের শেষ বিকালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার বিতরন শেষে সাংবাদিকদের সহ সকল উপস্থিতিদের ধন্যবাদ জানান পটুয়াখালী পুলিশ সুপার। পরে বার্ষিক পুলিশ সমাবেশ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যায় গান গেয়ে অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছেন মান্যবর ডিআইজি জনাব এস এম আকতারুজ্জামান বরিশাল রেঞ্জ বরিশাল মহোদয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের যোগ্য অভিভাবক জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম বার পিপিএম ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ,বাংলাদেশ মহোদয়। আরও উপস্থিত ছিলেন অন্যান্য অফিসার্স এবং ফোর্সবৃন্দ। পুলিশ লাইনসে পটুয়াখালী জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,বাংলাদেশ পুলিশ শত বছরের পুরনো একটি প্রতিষ্ঠান। দীর্ঘকাল থেকে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্যের সাথে দায়িত্ব পালন করছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতিতে আমরা সবাই একযোগে একই প্লাটফর্মে কাজ করছি। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ যে কোন মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। আইজিপি অরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশে স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। ফলে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমাদের মাথাপিছু আয় বেড়ে প্রায় তিন হাজার ডলারে দাঁড়িয়েছে। তিনি বলেন, পুলিশ বাহিনীর প্রতিটি জেলায় প্রতিবছর আনুষ্ঠানিকভাবে পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে। এই সমাবেশের মধ্য দিয়ে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারিত হয়।