সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞাকে ঢাকায় বদলী করা হয়েছে। এটি রুটিন বদলী, তাঁর বদলী আদেশ খুব শীঘ্রই কার্যকর হবে বলে জানিয়েছেন, সিলেটে জেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে সিলেটে তাঁর অনেক সুনাম ছিলো। তাঁর সময়ে যত গুলো স্থানীয় নির্বাচন হয়েছে তার সব গুলো নির্বাচন ছিলো স্বচ্ছ সুষ্ঠু । একজন দক্ষ নির্বাচন কর্মকর্তা হিসাবে তিনি তাঁর কাজে দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন। সদালাপী কর্মনিষ্ঠ এই কর্মকর্তার বদলীতে সিলেটের নাগরিক সমাজের অনেকে আক্ষেপ করেছেন। মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহ সভাপতি বাবু কানু লাল পাল বলেন তিনি জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিয়া অসাধরণ কর্মকর্তা ছিলেন দেশের চারিদিকে যখন ভোট নিয়ে নানা রকম সমালোচনা হয় কিন্তু সিলেটে তাঁর পোস্টিং হওয়ার পর এযাবৎ কালে স্থানীয় কোনো নির্বাচনে ভোট গ্রহণ প্রশ্নবিদ্ধ হয়নি।ব্যবসায়ী আমিনুল হক শিকদার দীপক বলেন শুকুর মাহমুদ মিঞা একজন নির্বাচন কর্মকর্তা হিসেবে সিলেটে তাঁর প্রশংসনীয় ভুমিকা,দায়িত্ব পালনের সময়কালটা মনে রাখার মতো, একজন দক্ষ কর্মকর্তাকে বদলী করাতে কষ্ট হচ্ছে কারণ তিনি ভালো লোক ছিলেন। সেবা গ্রহিতা হিসেবে তাঁর কাছে যাতায়াতে কোনো রকম রেস্ট্রিকশন ছিলনা তিনি সবার জন্য সব সময় সেবার দরজা খুলে রাখতেন। গণ শুনানীর মাধ্যমে এনআইডি সংক্রান্ত সমস্যা সমাধানে সকাল – রাত কাজ করতে দেখেছি তাঁকে। ব্যবসায়ী ও সমাজকর্মী শাহীন আহমদ বলেন আমি শুকুর মাহমুদ মিঞার মধ্যে সেবার যে মানসিকতা দেখেছি এযাবতকালে দক্ষ নিরহংকারী সদালাপী একজন কর্মকর্তা শুকুরমাহমুদ মিঞা তাঁর বদলী আদেশে মর্মাহত হয়েছি । আগামী সিটি করপোরেশন নির্বাচনে তাঁর মতো একজন দক্ষ এবং কাজের প্রতি স্বচ্ছতা ভালো মানসিকতার একজন কর্মকর্তার প্রয়োজন ছিলো। ছাত্রলীগ নেতা তামিম আহমদ বলেন ২০২১ সাল থেকে তিনি এ যাবৎ যতগুলো নির্বাচন সিনিয়র নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ অত্যন্ত ভালো অফিসার ছিলেন কর্মনিষ্ঠায় তিনি উঁচু মানের স্বাক্ষর রেখে গেছেন। সিলেটে আসলে ভালো কর্মকর্তাদের বেশিদিন থাকতে দেওয়া হয়না। বদলী আদেশ সম্পর্কে শুকুর মাহমুদ মিঞা বলেন চাকরীতে বদলী এটা তো স্বাভাবিক ব্যাপার , আমার বদলী এটা রুটিন বদলী, আমাকে ঢাকায় বদলী করা হয়েছে। সিলেটে বেশ কিছু স্থানীয় নির্বাচন করেছি, সেইসব ভোট অনুষ্ঠান সর্বজনের কাছে প্রশংসীত হয়েছে এটা আমার জন্যে অনেক বড় উপহার । তিনি জানান সিলেট সদর এবং ফেঞ্চুগঞ্জের নির্বাচনের পরপরই রবিবার ঢাকায় প্রধান অফিসে বদলী হয়ে যাচ্ছেন। সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সবার কাছে দোয়া চাই।সিলেটে সার্ভিসের চমৎকার একটি অধ্যায় মনে থাকবে।