দৈনিক এই আমার দেশ পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি মো: শফিকুল ইসলাম (দুখু) এর ওপর হামলা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুরের শ্রীপুর পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডের নোমান টেক্সটাইল মিলের সংলগ্নে পশ্চিম পাশে কয়েকজন দূর্বৃত্তরা (সাংবাদিক) মোঃ শফিকুল ইসলাম (দুখু) ও তাঁর স্ত্রী’র ওপর হামলা করে।
জানা যায়, হামলাকারীদের মধ্যে একজনের নাম সুজন (২৬)। এবং বাকি তিনজনের নাম পরিচয় ও ঠিকানা অজ্ঞাত রয়েছে।
সাংবাদিক শফিকুল ইসলাম (দুখু) জানান, মঙ্গলবার বিকেলে আনুমানিক ৩টা ৪৫মিনিটে গাজীপুরের শ্রীপুর পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডের নোমান টেক্সটাইল মিলের সংলগ্নে পশ্চিম পাশে রাস্তা দিয়ে চলাকালে সুজন (২৬) ও অজ্ঞাত নামা দূর্বৃত্তদের সাথে নিয়ে তাঁকে ও তাঁর স্ত্রী নার্গিস আক্তার (২৭) কে অহেতুক বিষয় নিয়ে পথরোধ করে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এবং তাঁর স্ত্রী নার্গিস আক্তার (২৭) কে স্ব-জোরে গালে চড় ও পেটে লাথি মারে। তখন তিনি বাঁধা দিলে তাঁকে ও তাঁর স্ত্রীকে এলোপাতাড়ি ভাবে মারপিট তথা কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে লীলাফুলা ব্যাথাযুক্ত জখম করে। পরে তাঁদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে দূর্বৃত্তদের হাত থেকে তাঁদেরকে উদ্ধার করে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, সংবাদকর্মীর হামলা বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন