ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সংলগ্ন শেখপাড়া বাজারে বহিরাগত কর্তৃক দুইজন ইবি শিক্ষার্থীকে মারধোরের ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের ‘নিরাপত্তা স্বার্থে’ নেওয়া এ সিদ্ধান্তের বিষয়টি মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৯ টা থেকে মাইকিং করে জানানো হয়। সংশ্লিষ্টরা জানায় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধের এ সিদ্ধান্তটি পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।
মাইকিং এর মাধ্যমে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। এছাড়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সার্বক্ষণিক নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। যারা এ নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ দৈনিক বাংলাকে বলেন, ‘শিক্ষার্থীদের একটি দাবি ছিল বহিরাগত প্রবেশ নিষিদ্ধ। সেই দাবি মেনে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, বহিরাগতদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যেন নষ্ট না হয়, ক্যাম্পাস যেন মাদকাসক্তদের আড্ডাখানায় পরিণত না হয়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা যেন বজায় থাকে, এজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।’
এর আগে, গতকাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে স্থানীয় বখাটেরা মারধর করে বলে অভিযোগ ওঠে। চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে তাঁদের ওপর হামলা করা হয়। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।