জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নৃবিজ্ঞান বিভাগ।
মঙ্গলবার (১৪ই মার্চ) দুপুর ১২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পরিবেশ বিজ্ঞান বিভাগের সাথে টসে হেরে ব্যাটিং পায় নৃবিজ্ঞান বিভাগ।
প্রথমদিকে রানের ধীরগতি থাকলেও ৪৫ তম আবর্তনের জাহিদুজ্জামান শাকিলের অসাধারণ হাফ সেঞ্চুরি ও ৫১ তম আবর্তনের সুবর্ণের ৩৬ রানে ভর করে ১০ অভারে ৪ উইকেট হারিয়ে ১২৩ রানের বিশাল পুঁজি পায় আব্দুল্লাহ তারেকের দল।
অপরদিকে দ্বিতীয় ইনিংসের শুরুতেই নৃবিজ্ঞানের বোলারদের দাপুটে বোলিংয়ে উইকেট হারিয়ে ধুকতে থাকে পরিবেশ বিজ্ঞান। শেষ পর্যন্ত সাব্বির ২৪ রান করলেও ৬ উইকেট হারিয়ে দলীয় ৭৩ রানে থেমে যায় পরিবেশ বিজ্ঞান বিভাগের ইনিংস।
ফলে ৫০ রানের বিশাল জয় পায় নৃবিজ্ঞান বিভাগ। জয়ের ধারাবাহিকতা বজায় থাকবে উল্লেখ করে জাহিদুজ্জামান শাকিল বলেন, ‘আমরা সবাই সেরাটা দিয়ে খেলেছি। উইকেট রক্ষক শান্তর অসাধারণ পারফরম্যান্স এ আজকে এই জয় পেয়েছি। ছোটখাটো ভুলগুলো শুধরে নিয়ে এইবারের টুর্নামেন্টে ভালো কিছু করবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সারাটা সময় সাপোর্ট দেয়ার জন্য এবং আমাদের উপর বিশ্বাস রাখার জন্য।’
দলের অধিনায়ক আব্দুল্লাহ তারেক জানান, ‘সবাই একদম সেরাটা খেলেছে। এই স্পিরিটটা আমরা পরের ম্যাচগুলোতেও ধরে রাখব। আমাদের টার্গেট হচ্ছে এই টুর্নামেন্ট সেরা হওয়ার। আজকের ম্যাচের যে অর্জন তা আমাদেরকে আরও অনেক দূর যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। এছাড়াও আমাদের শিক্ষক, সহপাঠী এবং জুনিয়রদের অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের অনেক সাপোর্ট দিয়েছে মাঠের বাইরে থেকেও। আমাদের ভালো কিছু করতেই হবে এইবার।’