ঢাকা, শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী কলেজে ‘পাই’ দিবস পালন

গাণিতিক ধ্রুবক ‘পাই’-এর সম্মানে আন্তর্জাতিক পাই দিবস উদযাপন করেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ‘গণিত বিভাগের’ শিক্ষার্থীরা।

গণিত বিভাগের পৃষ্ঠপোষকতায় এবং জিএসএসসি ম্যাথমেটিকস এসোসিয়েশনর উদ্যোগে এ দিবস পালিত হয়েছে। এবারের পাই দিবসের থিম হচ্ছে: Mathematics Units অর্থাৎ গণিতের সকলে একত্রিত হও।

১৪ মার্চ (বুধবার) দিবসটি উপলক্ষে দুপুর ১২ টা ৫৯ মিনিটে ক্যাম্পাসের মুক্তির সনদের সামনে থেকে একটি র‍্যালির আয়োজন করে যা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভিক্টোরিয়া পার্কে এসে শেষ হয়।

দিবসটি উপলক্ষে জিএসএসসি ম্যাথমেটিকস এসোসিয়েশন সভাপতি মো: তাইজুল ইসলাম রাজন বলেন, ম্যাথম্যাটিকসকে বলে হয় ফাদার অব সায়েন্স, ম্যাথম্যাটিকস ছাড়া পৃথিবী অচল। ম্যাথম্যাটিকসের গুরুত্বপূর্ণ এভাবেই ছড়িয়ে পড়ুক সকলের মাঝে।

পাই’-এর মানের প্রথম তিনটি সংখ্যা যথাক্রমে ৩, ১ ও ৪ হওয়ায় ইংরেজি বর্ষের ৩য় মাসের ১৪ তারিখে বিশ্বব্যাপী এ দিবস উদযাপন হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ২০০৬ সাল থেকে বাংলাদেশে পাই দিবস উদযাপিত হয়ে আসছে। সানফ্রানসিসকোর বিজ্ঞান জাদুঘরের কর্মকর্তা ল্যারি শ’ এই দিবস উদযাপনের উদ্যোক্তা বলে তাকে ‘পাই-এর রাজপুত্র’ বলা হয়।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন