নওগাঁয় আত্রাই নদে ১৯ কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম নির্মাণের তিন বছরের মধ্যেই অকেজো হয়ে পড়ে রয়েছে। দীর্ঘ সময় ধরে ড্যাম অকেজো হয়ে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এদিকে কোনো নজর নেই । ফলে বোরো ধান, রবিসহ চৈতালী ফসলে সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার হাজারো কৃষক। কৃষিকাজে সেচের খরচ কমাতে রাবার ড্যামটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। উপজেলার শুটকিগাছা নামক স্থানে স্থানীয় সরকারি প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) থেকে ২০১৭ সালে ১৩৫ মিটার দৈর্ঘের রাবার ড্রামটি আত্রাই নদের মধ্যে নির্মাণ করা হয় । সূত্রে জানা গেছে, কৃষি ভান্ডার খ্যাত উপজেলার শুটকিগাছা এলাকায় কৃষকের বোরো, রবিসহ চৈতালী ফসলে সেচ খরচ কমাতে নদের পানি ধরে রাখতে এই ড্যাম নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। ২০১৭ সালে নির্মাণ শেষ হলে সুফল পেতে শুরু করেন। তবে মাত্র তিন বছরের মধ্যেই ড্যামে দেখা দেয় ছিদ্র। ফলে কৃষকদের দুর্ভোগের শুরু সেখান থেকে। সুবিধাভোগী স্থানীয় কৃষক আমজাদ হোসেন বলেন, শষ্য ভান্ডার খ্যাত উত্তর জনপদের জেলা নওগাঁ। অনেক দিন থেকে এ রাবার ড্যাম নষ্ট হয়ে পড়ে আছে। বর্তমানে আমাদের এ অঞ্চলের কৃষকদের বোরো ধান, রবিসহ চৈতালী ফসলে সেচ শস্যে সেচের জন্য নদের পানি ধরে রাখা বিশেষ প্রয়োজন। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় জমিতে সেচ দিতে বাড়তি খরচ করতে হয়। কিন্তু আত্রাই নদের পানি জমিতে ব্যবহার করে কম খরচ হয়। ফলে আমরা ফসল উৎপাদনে নদের পানি নির্ভশীল হয়ে গেছি। আরেক কৃষক হারুনুর রশিদ বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে শ্যালো মেশিন দিয়ে পানি সেচে ফসল উৎপাদনে অনেক খরচ। তাই রাবার ড্যাম চালু থাকলে অনেক কম খরচে নদ থেকে পানি সেচ দিয়ে ফসল উৎপাদন করতে পারতাম। রাবার ড্যাম অকেজো হয়ে থাকায় আমরা কীভাবে ফসল উৎপাদন করব তা এখন আমাদের চিন্তার বিষয়। স্থানীয় আবুল কাশেম, আকাশ রহমান, জব্বার, আবুল হোসেনসহ আরো কৃষক বলেন, আত্রাই নদে ১৯ কোটি টাকা ব্যয়ে নিম্ন মানের রাবার ড্যাম নির্মাণ করায় তিন বছরের মধ্যেই অকেজো হয়ে গেছে। সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে একটি ভালো উদ্যোগ মুখ থুবড়ে পড়ে রয়েছে। আগে নদের পানি দিয়ে ১ হাজার ২০০ টাকায় বোরো আবাদ করতে পারতাম। এখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় প্রায় আড়াই হাজার টাকা নিচ্ছে নলকূপ মালিকরা। শুটকিগাছা-রসুলপুর রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সমপাদক মোসলেম আলী বলেন, এই রাবার ড্যাম প্রায় দুই বছর আগে রাবার ছিদ্র হয়ে গেছে। যার কারণে আমরা পানি ধরে রাখতে পারছি না। আমরা রাবার ড্যাম সমস্যা সমাধানের জন্য নওগাঁতে আবেদন করেছি। স্থানীয় সরকারি প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) আত্রাই উপজেলা প্রকৌশলী জোনায়েত আলম বলেন, বেশ কিছুদিন পূর্বে রাবার ছিদ্র হয়ে যাওয়ায় ড্যামটি ফুলানো সম্ভব হচ্ছে না। তাই পানি ধরে রাখা যাচ্ছে না। এ মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আশা করা যায় অল্প দিনের মধ্যে রাবার ড্যামের সমস্যার সমাধান হয়ে যাবে।