কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর বদলির আদেশ হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ পায়। ওই প্রজ্ঞাপনে তাকে ফেনীর দাগনভূঞা উপজেলায় বদলি করা হয়েছে। এর আগে গত ৭ ফেব্রুয়ারি প্রশাসনিক কর্মকাণ্ডে সমন্বয়হীনতার অভিযোগে তাকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছিলো। বদলির বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া।
সূত্র জানায়,সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে সিএনজি স্ট্যান্ড ইজারা, সরকারি অনুষ্ঠানে প্রটোকল ভেঙে রাজনৈতিক নেতাদের অতিথি করা, শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে সভায় যোগদান করতে বাধ্য করানোসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত বছরের ১ ডিসেম্বর ইউএনও ডেজী চক্রবর্তী দেবিদ্বার উপজেলায় যোগদান করেন। যোগদানের পর হতে বিভিন্ন কর্মকাণ্ডে একাধিকবার আলোচনায় আসেন। জনস্বার্থে এই স্ট্যান্ডটি ইজারা না দেওয়ার জন্য দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ এক চিঠি দিয়ে পৌর প্রশাসক ইউএনও ডেজী চক্রবর্তীকে অনুরোধ করেছিলেন। তার অনুরোধ সত্ত্বেও ইউএনও কুমিল্লা- সিলেট মহাসড়কও ইজারা দেন।
বদলির বিষয়ে জানতে ইউএনও ডেজী চক্রবর্তীকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।