নরসিংদীতে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বারারচর গ্রামে হাসিনা-হাকিম ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ১০ মার্চ শুক্রবার সকাল ১১ টায় নিজ গ্রামে এ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউর হাকিম সারোয়ার হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের চীফ ইঞ্জিনিয়ার বিগ্রেডিয়ার জেনারেল বশির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলিপ, জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, জনতা ব্যাংকের এমডি আ. ছালাম প্রমূখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫ কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট একটি তিনতলা হাসপাতাল নির্মাণ করা হবে। এই হাসপাতালটিতে একটি ডরমেটরী ভবন নির্মাণ করা হবে। এছাড়া গ্রাহকের জন্য থাকবে মালটি পারপাস হল, আলটাসোনোগ্রাম, ফাসিস এন্ড ডায়ান্টিটিক, এম আর, ডেলিভারী, আইইউটি, নার্সিং সেবা, ৫ শয্যা বিশিস্ট ওয়াড রুমসহ ১২ জন কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে মেডিকেল অফিসার ২ জন, এফডব্লিওডি ৪জন, ফার্মাসিস্ট ১জন, মেডিকেল টেকনোলজিস্ট ১জন। এই হাসপাতালে মা ও শিশু ছাড়াও অন্যান্য রোগের চিকিৎসাও দেয়া হবে। এই হাসপাতালটির ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে জিনারদী ইউনিয়নবাসীসহ জেলার দরিদ্র, অসহায় রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবেন বলে জানান তারা।