নরসিংদীর রায়পুরার উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতা মূলক সভা, বিদ্যালয়ের হাইজিন কর্ণার উদ্বোধন, মেধাবৃত্তি প্রদান এবং ছাত্রীদের আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষন কোর্সের শুভ উদ্ভোধন করা হয়েছে। ৯ই মার্চ বৃহস্পতিবার সকালে রায়পুরা পাইলট বালিকা উ”চ বিদ্যালয় মাঠে নরসিংদী লেডিস ক্লাবের আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে । রায়পুরা উপজেলা নিবার্হী কর্মকর্তা আজগর হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সং¯’ার সভাপতি রিফাত আখতার। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী লেডিস ক্লাবের সাধারন সম্পাদক তামান্না আফরিন, কোষাধ্যক্ষ ডা: উম্মে হানী চায়না, সংস্কৃতি সম্পাদক ফারাহ্ বিনতে রহমান, রায়পুরা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার প্রমূখ। সহ-সম্পাদক রিনাত ফৌজিয়া, ডা: তাসনীম জাহান তৃষা, সহ-কোষাধ্যক্ষ তাসমিয়া আমরিন, সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদা খাতুন, ক্রীড়া সম্পাদক রেহানা পারভীন, কার্যনিবার্হী সদস্য জেরিন সুলতানা, তানজিলা জান্নাত রেটিনা, টিনু চাকমা, মীর ফারহানা হক, শাহীন সুলতানা।