স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নরসিংদীতে ‘বিআরটিএ’ অফিস এর উদ্যোগে একইদিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় নরসিংদী সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নরসিংদী সার্কেলের আয়োজনে ‘বিআরটিএ’ অফিস এর সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিআরটি নরসিংদী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার শেখ মো: ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকী, সেক্টর কমান্ডার ফোরাম’৭১ এর নরসিংদী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেসক্লাব এর সভাপতি মো: হাবিবুর রহমানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দক্ষ চালক তৈরিতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লাইসেন্স পেতে এখন আর ভোগান্তি পোহাতে হবে না। একইদিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ গ্রহণের কার্যক্রম শেষ করা হবে। সরকারি সকল সেবা সহজতর করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।