গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চ ঘাট সংলগ্ন পাইকারী মাছ বাজারে বুধবার সকাল ০৮ ঘটিকার সময় স্থানীয় ইউপি সদস্য মোঃ জুবায়ের খাঁন (৩৫) নেতৃত্বে অজ্ঞাত ৪-৫ জন মিলে মৎস্য ব্যবসায়ী মোঃ রাব্বির (২৫) উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।
হামলাকারীরা আহত রাব্বি (২৫) কে বেধরক এলোপাতালি মারধর করলে ঘটনা স্থলে অজ্ঞান হয়ে পরে রাব্বি, এসময় স্থানীয়রা রাব্বি কে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক রাব্বি কে হাসপাতালে ভর্তি দেন। রাব্বি বর্তমানে গলাচিপা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। হামলার শিকার রাব্বি গলাচিপা পৌরসভার ০৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইউসুফ আলীর ছেলে।
আহত রাব্বি (২৫) জানান,আমি একজন মাছ ব্যবসায়ী প্রতিদিনের নেয় সকালে পানপট্রি মাছ বাজারে মাছ কিনতে যাই এবং ডাকের মাধ্যমে ২৫০০০ টাকার মাছ কিনে অন্য পাইকারের কাছে ডাকে মাছ কিনতে যাই, তখন আমার পাশাপাশি জুবায়ের মেম্বর মাছের দাম বলে আমি তাঁর চেয়ে বেশি দামে মাছ কিনি। তখন জুবায়ের মেম্বর আমার ওপর ক্ষিপ্ত হয়ে বলে তুই ডাক বেশি দিয়ে কেন মাছ কিনছো, দাঁড়া তোরে আমি মাছের ব্যবসা বুঝাইতেছি। তারপর কথা কাটাকাটির এক পর্যায়ে জুবায়ের মেম্বর সহ চার পাচ জন আমার ওপর হামলা চালায় ও আমার পাঞ্জাবির পকেট ছিড়ে ৯৫ হাজার টাকা ও মাছ নিয়ে যায়। আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
হামলার শিকার হওয়া রাব্বির ভাই মোঃ সরোয়ার বলেন,বিনা অপরাধে ইউপি সদস্য জুবায়ের আমার ভাইয়ের উপর হামলা চালায় তার পকেটে থাকা ৯৫ হাজার টাকা ও ক্রয়কৃত মাছ ছিনিয়ে নেয়। এই ঘটনায় মামলার প্রস্তুতি
এই হামলার বিষয়ে ইউপি সদস্য জুবায়েরে কাছে যানতে চাইলে, তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি রাব্বিকে দুইটি থাপ্পর দিছি।