কুমিল্লার বরুড়ায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১ ফেব্রুয়ারী সকাল ১১টায় বরুড়া পৌরসভার কাদবা তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ আইয়ুব আলী, আড্ডা ওমেদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল ওয়াদুদ মিয়াজী, বোয়ালীয়া বাতেনীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুস ওয়াজেদী, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, তপন কৃষ্ণ বনিক, কবির হোসেন, খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। এসময় অতিথিরা বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট শিক্ষকের পাশাপাশি স্মার্ট শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্যে বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রনয়ন করেছেন। যা বাস্তবায়ন করতে হলে সকল শিক্ষকের পাশাপাশি ও সুশীল সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। এসময় ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনকে সামনে রেখে বিদ্যালয়ের প্রবেশ পথটি পাকা করনের ঘোষণা দেন পৌর মেয়র বকতার হোসেন বখতিয়ার, শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম তার বাবার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিদ্যালয়ের অভ্যন্তরিন সমস্যা সমাধান সহ খেলার মাঠের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন