ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় গত ৩ দিনে মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল, ১টি বেহেন্দী জাল ৪ টি মশারিজাল ও ৭৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে। গত ২৩ ও ২৪ জানুয়ারী বিশেষ কম্বিং অভিযানে ৭ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল,১টি বেহেন্দী ও ৩ টি মশারী জাল,৬৫ কেজি জাটকা জব্দ করা হয়। বুধবার ২৫ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলা এলাকায় বিশেষ কম্বিং অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম। অভিযানকালে ৪ লাখ মিরার কারেন্ট জাল, ১টি মশারী জাল ও ১০ কেজি জাটকা জব্দ করা হয়।সন্ধ্যায় জব্দকৃত জাটকা স্থানীয় গরীব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মো. মোসফিকুর রহমান, সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, বাংলাদেশ নৌবাহিনী ও নৌ-পুলিশের সদস্যরা। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে মৎস্য বিভাগ সূত্রে জানা যায়।