রংপুর র্যাব-১৩ এর সদস্যরা অভিযান চালিয়ে জোড়া খুনের মামলার প্রধান আসামি আজহার আলী মন্ডলকে গ্রেফতার করেছেন। আজ ২৬ জানুয়ারী বৃহস্পতিবার আত্মগোপনে থাকা আজহারকে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। রংপুর র্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ জানান, বুধবার সকালে দিনাজপুর ঘোড়াঘাট খোদাতপুর গ্রামের হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মীম ও ভাতিজা রাকিব হোসেন মন্ডল জমিতে সেচ দিতে যান। এ সময় পূর্ব শত্রুতার জেরে আজহারসহ তার অন্য সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালান। এতে গুরুতর আহত মীম ও রাকিবকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মীমের বাবা হায়দার আলী বাদী হয়ে দিনাজপুর ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।তখন থেকেই জোড়া খুনের ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং মামলার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আজহারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আজহারকে ঘোড়াঘাট থানায় হস্তান্তর সহ অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।